আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3361

হাদীস

প্রকাশকাল: 13 এপ্রিল 2015

প্রশ্ন

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যিকির ব্যতীত প্রত্যেক কাজই অনর্থক। তবে চারটি কাজ ব্যতীত। ১) দুই লক্ষ্যবস্তুর মাঝে ছোটা। ২) ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া। ৩) পরিবারের সাথে হাসি-ঠাট্টা করা। ৪) সাঁতারের প্রশিক্ষণ দেওয়া। [ আত তারগীআ ওয়াত তারহীব: ২/২৪৮]
হাদিসে উল্লেখিত ১ নং কাজটা বুঝিয়ে দিন দয়াকরে।

উত্তর

হাদীসটির আরবী পাঠ হলো: كُلُّ شَيْءٍ لَيْسَ مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَهُوَ لَهُوٌ أَوْ سَهْوٌ إِلا أَرْبَعَ خِصَالٍ : مَشْيُ الرَّجُلِ بَيْنَ الْغَرَضَيْنِ ، وَتَأْدِيبُهُ فَرَسَهُ ، ومُلاعَبَةُ أَهْلِهِ ، وَتَعَلُّمُ السِّبَاحَةِ .। হাদীসটি সহীহ। مَشْيُ الرَّجُلِ بَيْنَ الْغَرَضَيْنِ এর আক্ষরিক অর্থ দুই লক্ষ্যবস্তুর মাঝে ছোটা। তবে এই বাক্য দ্বারা উদ্দেশ্য হলো হাতের নিশানা ঠিক করার উদ্দেশ্যে তীর চালনা করা। আশা করি বুঝতে পেরেছেন।