আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3359

বিবিধ

প্রকাশকাল: 11 এপ্রিল 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন হচ্ছে,
১) বয়স্ক লোক ইসলাম ধর্ম গ্রহণ করলে কি তার সুন্নতে খাৎনা করা লাগবে? বিস্তারিত জানতে চাই। ২) আমার এক সিনিয়র শিক্ষক বলছে, আমি শুনেছি অনেক দেশে নাকি মেয়েদের খাৎনা হয়? বিস্তারিত জানতে যাচ্ছি কথাটি কতোটুকু যুক্তিগত। ৩) আমাদের ইসলামের প্রধান ইমাম নাকি ইমাম আবু হানিফা? তৃতীয় শ্রেণির সাধারণ জ্ঞান বইতে লিখা। বিষয়টিতে আমি একমত না। আমি জানি আমাদের প্রধান ইমাম হচ্ছেন নবী মুহাম্মদ (স:)। দয়া করে হাদিসের আলোকে বিস্তারিত জানালে অনেক উপকৃত হব। আশা করি সব প্রশ্ন-এর উত্তরগুলো অতি শ্রীঘ্রই পাবো। ইন-শা-আল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। যদি সম্ভব হয় খাৎনা দিবে। না দিলেও সমস্যা নেই। ২। আবহাওয়াগত কারণে অনেক দেশের মেয়েদের খাৎনা দিতে হয়, এটা সত্য। এতে শরয়ী কোন নিষেধ নেই। ৩। পৃথিবীতে ৪টি ফিকহী মাজহাব বর্তমান। সেই মাজহাবগুলোর একটি হানাফী মাজহাব। এই মাজহাবের প্রধান ইমাম আবু হানীফা। তৃতীয় শ্রেণির সাধারণ জ্ঞান বইতে হয়তো এটাই বুঝানো উদ্দেশ্য।