আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3349

শিরক-বিদআত

প্রকাশকাল: 1 এপ্রিল 2015

প্রশ্ন

খুতবায় মসজিদের ইমামা আল্হামদু লিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদঃ বলে খুতবা শুরু করেন। আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ অর্থ সব প্রশংসা মহান আল্লাহর জন্য। স্বালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর ওপর। আমার প্রশ্ন হচ্ছেঃ স্বালাত কিভাবে রাসুল সঃ উপর? আল্লাহ্ বলেনঃ আপনার রবের উদ্দেশ্যে স্বালাত পড়ুন এবং কুরবানী
করুন। (সুরা কাউসার, আয়াত-২) এই ভাবে বলার দলিল কি?

উত্তর

সালাতের কয়েকটি অর্থ আছে। তার একটি হলো রহমত দান করা। স্বালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর ওপর এর অর্থ হলো আল্লাহ তায়ালা রাসূল সা. এর উপর রহমত ও শান্তি দান করুন। রবের উদ্দেশ্যে স্বালাত পড়ুন এর অর্থ হলো রুকু সাজদা বিশিষ্ট বিশেষ ইবাদাত, যাকে আমাদের দেশে নামায বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন।