খুতবায় মসজিদের ইমামা আল্হামদু লিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদঃ বলে খুতবা শুরু করেন। আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ অর্থ সব প্রশংসা মহান আল্লাহর জন্য। স্বালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর ওপর। আমার প্রশ্ন হচ্ছেঃ স্বালাত কিভাবে রাসুল সঃ উপর? আল্লাহ্ বলেনঃ আপনার রবের উদ্দেশ্যে স্বালাত পড়ুন এবং কুরবানী
করুন। (সুরা কাউসার, আয়াত-২) এই ভাবে বলার দলিল কি?