আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3342

বিবিধ

প্রকাশকাল: 25 মার্চ 2015

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ১. রাস্তার ডান পাশ দিয়ে চলা সুন্নত। এটা কি ঠিক? ২. আমি এক আলেমের কাছে শুনেছি, শার্টের হাতা এবং প্যান্ট নিচের দিকে গুছিয়ে রাখা নিষেধ। এটা কি ঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, রাস্তার ডান পাশ দিয়ে চলা সুন্নাত। নিচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ হযরত আয়েশা রা. বলেন, নবী সা. ভালবাসতেন, ডান দিক থেকে জুতা পরতে, পবিত্রতা অর্জন করতে এবং সকল কাজ ডান দিকে থেকে করতে। সহীহ বুখরী, হাদীস নং ১৬৮ عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ لاَ أَكُفُّ شَعَرًا ، وَلاَ ثَوْبًا. শার্টের হাতা, পাঞ্জাবীর হাতা এবং প্যান্ট নিচের দিকে গুছিয়ে রাখা নিষেধ। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসে নবী সা. বলেছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে ৭ টি অঙ্গের উপর সাজদা করতে এবং চুল ও পোশাক ভাজ তথা গুটিয়ে রাখতে নিষেধ করেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৮১৬। তবে প্যান্ট টাখনুর নীচে চলে গেলে অবশ্যই গুটিয়ে রাখতে হবে। হাদীসের নিষেধাজ্ঞা এক্ষেত্রে প্রযোজ্য হবে না।