আমি বিয়ে করি আমার স্ত্রির অভিবাবক এর অনুমতি সারা তবে বিয়ের পস্তাব করেসিলাম তারা দেখি বলে সময় নিয়ে মেয়ের অ মতে অনন জায়গাতে বিয়ে দিতে উদত্ত হয় জার কারনে এই ঘটনা ঘটএ এবং পালায়া থাকি মামলা করার ভয়ে কয়েক দিন পরে তারা মেনে নেয় আর ফিরে আস্তে বলে। কিছু দিন পর আমরা চলে আসি। তাদের আর আমাদের জাতায়াত বা আত্তিওতা শুরু হয়। তা হলে আমাদের বিয়ে কি জায়েজ হয়েছে? এখন করনি কি? তবে আমরা court and kazi office এর নিওম মেনে বিয়ে করেসি এবং বিয়ের প্রাথমিক শরত মেনেসি। যদি পুনরায় বিয়ে করতে হয় তবে আগের মহর কি পুর পরিশধ করে নিতে হবে? কোর্ট এর জুরাজুরি অসম্ভব মহর নির্ধারিত হয় এবং আমার স্ত্রি তাতে সম্মত নয় এবং মাফ করে দেয়। তাহলে কি হবে?