আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3317

নামায

প্রকাশকাল: 28 ফেব্রু. 2015

প্রশ্ন

সম্মানিত শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশাকরি ভালো আছেন। আল্লাহ সুবহানাহু তায়ালার কাছে আপনার সু-স্বাস্থ্য কামনা করছি। আমার স্ত্রী কোমর ব্যথার কারণে ঠিক মতো রুকু সিজদা করতে পারেনা। দাঁড়ানো অবস্থা থেকে সেজদায় গেলে আর উঠে দাঁড়াতে গেলে বিষণ কষ্ট হয়। এমতাবস্থায় সে কি বসে সালাত আদায় করবে নাকি চেয়ারে বসে সালাত আদায় করবে, দয়াকরে সঠিক নিয়মটা জানাবেন। জাজাক আল্লাহ খায়ের।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দাঁড়ানোর সময় দাঁড়াবে আর বসার সময় চেয়ার বসবে সালাত আদায় করবে। অর্থাৎ সূরা-কিরআন পড়ার সময় দাঁড়িয়ে পড়বে আর রুকু-সাজদা-তাশাহুদু এগুলো চেয়ারে বসে করবে।