আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3313

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 ফেব্রু. 2015

প্রশ্ন

আমি শুনেছি ওজুর পানি নাকি নাপাক .. তবে এর কোন দলিল খুজে পাইনি

উত্তর

আপনার শোনা কথা সঠিক নয়। ওযু করার পর ঐ পানি দ্বারা আর ওযু করা যাবে না। তবে ঐ পানি দিয়ে অন্যান্য নাপাক জিনিসে পবিত্র করা যাবে। যেমন, নাপাক কাপড় পবিত্র করা যাবে, নাপাক স্থান পবিত্র করা যাবে। শুধু ওযু করা যাবে না। কোন কোন ফকীহ বলেছেন, ওযুও করা যাবে।