আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3311

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 ফেব্রু. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হযরত আমার প্রশ্ন দুটির যদি উত্তর দিতেন তাহলে আমি উপকৃত হতাম । – আমাকে কেউ কিছু দিলে হতে পাড়ে খাবার বা অন্য কিছু তাহলে আমি কি তা গ্রহণ করতে পাড়ি। যদিও আমি জানি সে হারাম উপার্জন করে এবং আমাকে যা দিল তা হারাম টাকা থেকে। – আমি যদি টাকা ঋণ করে বিদেশে যাই উপার্জনের জন্য তবে কি আমি ঋণী ব্যক্তি বলে গণ্য হব । যেমন: আমাকে কুরবানী দিতে হবে না বা আমি যাকাত নিতে পারব ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হারাম টাকায় উপার্জিত কোন উপহার নিবেন না। মন রক্ষার জন্য একান্ত নেওয়ার প্রয়োজন হলে নিয়ে তা গরীব মানুষকে দিয়ে দিবেন। ২। জি, আপনি ঋনী ব্যক্তি হিসেবে গণ্য হবেন। ঋনের অতিরিক্ত সম্পদ না থাকলে আপনাকে কুরবানী দিতে হবে না। যাকাত নেয়ার মত হলে যাকাত নিতে পারবেন। তবে ব্যাংক থেকে ঋন নিলে ঋনী হিসেবে গন্য হবেন না।