আসসালামু আলাইকুম। হযরত আমার প্রশ্ন দুটির যদি উত্তর দিতেন তাহলে আমি উপকৃত হতাম । – আমাকে কেউ কিছু দিলে হতে পাড়ে খাবার বা অন্য কিছু তাহলে আমি কি তা গ্রহণ করতে পাড়ি। যদিও আমি জানি সে হারাম উপার্জন করে এবং আমাকে যা দিল তা হারাম টাকা থেকে। – আমি যদি টাকা ঋণ করে বিদেশে যাই উপার্জনের জন্য তবে কি আমি ঋণী ব্যক্তি বলে গণ্য হব । যেমন: আমাকে কুরবানী দিতে হবে না বা আমি যাকাত নিতে পারব ।