আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3309

নামায

প্রকাশকাল: 20 ফেব্রু. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
হযরত,নিম্নোক্ত প্রশ্নগুলোর হাদিস ও ফিকহের আলোকে উত্তর দান করলে উপকৃত হব। ১। নামাজে যদি ভুলে এক সিজদা করি বা তিন সিজদা করি তাহলে কি সহু সিজদায় নামাজ শুদ্ধ হবে?
২। যদি ভুলে রুকু না করে সিজদায় চলে যাই তাহলে কি সহু সিজদায় নামাজ শুদ্ধ হবে?
৩। যদি মাঝের বৈঠকে তাশাহুদের পর দরূদ পড়ে ফেলি তাহলে কি সহু সিজদা দিতে হবে?
৪। শেষ দুই রাকাতে সুরা ফাতেহার পর যদি বিসমিল্লাহ পড়ে ফেলি বা মিলানো সুরা পুর্ন বা আংশিক পড়ে ফেলি তাহলে কি করতে হবে। ৫। প্রথম বা শেষ বৈঠকে ভুল হওয়ার সম্ভাবনায় ২ বার তাশাহুদ বা দরূদ পড়া যাবে কি না?

উত্তর

১। হবে। ২। হবে। ৩। হ্যাঁ, সাহু সাজদাহ দিতে হবে। ৪। কিছুই করতে হবে না। নামায শুদ্ধ হবে। ৫। ভুল হলে শুদ্ধ করে পড়তে হবে।