আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3305

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 ফেব্রু. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, মহিলাদের নাকের ভিতরে ছিদ্র না করলে নাকি ওযু হয় না? এর সত্যতা কি দয়া করে কুরআন-হাদিসের আলোকে জানাবেন। জাযাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নাকের ভিতর ছিদ্র না করলে ওযু হয় না, এটা সর্ম্পূর্ণ ভুল কথা। নাকে ছিদ্র না করলে কোন সমস্যা নেই। তবে নাকে ছিদ্র করলে ওযুর সময় নাকের ছিদ্রে পানি পৌছানো আবশ্যক।