আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3302

বিবিধ

প্রকাশকাল: 13 ফেব্রু. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভেঙ্গে ভেঙ্গে কি এতেকাফ করা যায়? যেমন ২৫ রোজায় এতেকাফ করলাম, ভেঙ্গে দিয়ে আবার ২৭ রোজায় করলাম। এভাবে কি করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। এটা নফল এতেকাফ হবে। রমজানে শেষ দশ দিন যে সুন্নাত তথা বিশেষ এতেকাফ সেটা হবে না।