প্রশ্নঃ আসসালামু আলাইকুম স্যার । মুদি বা চা বা পান বা সুপার স্টোর ইত্যাদি ব্যবসায়ে সিগারেট, বিড়ি, গুল, জর্দা, ভেজাল মাল ইত্যাদি বিক্রিত মূনাফা এবং ব্যবসায়ের অন্যান্য দ্রব্যর বিক্রিত মূনাফার সাথে মিশ্রিত করে আয় করলে উক্ত সমষ্টি আয়ের বিধান কি হবে । এমতাবস্থায় কুরআন ও সহীহ্ সুন্নাহর আলোকে বিধান ও উক্ত সমস্যা সমাধানের উপায় কি জানালে খুবই উপকৃত হব । – জাযাকাল্লাহু খইরান ।