আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3287

নামায

প্রকাশকাল: 29 জানু. 2015

প্রশ্ন

১) ইমাম যখন ইকামত দিবে তখন কি সেটার উত্তর দিতে হবে?

উত্তর

এই বিষয়ে স্পষ্ট কোন হাদীস না থাকায় আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমের মতে আযানের মত একামতেও জবাব দিতে হবে। আবার অনেকেই বলেন না, একামতে জবাব দিতে হবে না। বিস্তারিত জানতে দেখুনhttps://islamqa.info/ar/111791