আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3285

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 জানু. 2015

প্রশ্ন

আপনাদের কাছে আমার একটা পশ্ন। ইমান চলে গেলে কি করনীয়? পুনরায় সেই ইমান পেতে হলে কি করতে হবে? তার মনে তো সন্দেহ থেকে থাকে। ইসলামে এমন কোন কাজ আছে কি? যে, সে ঐ কাজ করলে তার সমস্ত সন্দেহ দূর হবে। এবং সে পুনরায় আল্লাহর প্রতি পুরোপুরি ভাবে বিশ্বাস স্হাপন করতে সক্ষম হবে। এই বিষয়ের সমাধান টা দেন। যদি এই বিষয়ের সমাধান দিতে পারেন তাহলে বলবো ইসলাম পরিপূর্ন ধর্ম। আর যদি এ বিষয়ের সমাধান না দিতে পারেন তাহলে মনে করবো ইসলাম অ পরিপূর্ন ধর্ম।

উত্তর

কুরআনে আল্লাহ তায়ালা বারবার তাঁর সৃষ্টি দেখে তাঁর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন, কিভাবে পাহাঢ়-পর্বত সৃষ্টি করছেন, কিভাবে মানুষের জন্য রিজিক বের করেন এসব চিন্তা করে তার প্রতি ঈমান আনতে বলেছেন। তবে এমন কোন মন্ত্র নেই যা পড়লে ঈমান চলে আসবে। আল্লাহর সৃষ্টির বিশালতা চিন্তা করে যারা ঈমান নিয়ে আসবে তারা সফলকাম আর যারা বেঈমান থাকবে তারা ক্ষতিগ্রস্থ। কুরআন পড়ুন তাহলে দেখবেন আল্লাহ তায়ালা আপনার এই প্রশ্নের জবাব কয়েকশো জায়গাতে দিয়েছেন।