আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3274

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 জানু. 2015

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি খুব গরিব হওয়ার কারণে আমাকে কেউ টাকা ধার দিতে চায় না। এখন আমি সুদে টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করলে জায়েজ হবে কি? যদি জায়েজ না হয় তাহলে কি করব। যদি সুদে ববসা শুরু করি তাহলে একটা সময় ঝণ পরিশোধ হয়ে যাবে পরে এই ব্যবসা হালাল হবে কিনা? (বর্তমানে মানুষ গরিব মিশকীন বাদ দিয়ে শুধু মাদ্রাসায় যাকাত দেয়)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদে টাকা নিয়ে ব্যবসা করা জায়েজ হবে ন। উপার্জনের একমাত্র মাধ্যমতো ব্যবসা নয়। ব্যবসা বাদেও তো হালাল উপার্জন করা যায়। তাছাড় আমি শেয়ারে ব্যবসা করতে পারেন। টাকা অন্যর আপনি ব্যবসা করবেন, লাভ ভাগাভাগি করে নিবেন। আরো পরামর্শের জন্য 01734717299