আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3269

সালাত

প্রকাশকাল: 11 জানু. 2015

প্রশ্ন

নামাজের জন্য সঠিক ফরয ও ওয়াজিব কি কি? তা উল্লেখ করলে খুশি হব, আর এসব ওয়াজিব, ফরজ কি নবী মুহাম্মদ (স) এর সময় ছিল? তখন কিরকম ছিল? আর মাজহাব অনুযায়ীকি এই ফরজ,ওয়াজিব চেঞ্জ হয়?

উত্তর

রাসূলুল্লাহ সা. এর হাদীস থেকে নামাযের বিবরণ পাওয়া যায়, এর ভিতর কোনটা ফরজ, কোনটা ওয়াজিব এগুলো হাদীসে লেখা নেই। তবে হাদীসের ভিত্তিতেই বুঝা যায় নামাযের সব কাজের গুরুত্ব এক নয়। কোনটার গুরুত্ব কতটুকু হাদীস দ্বারাই এটা নির্ধারণ করে ফকীহগণ ফরজ, ওয়াজিব বা সুন্নাতে বিভক্ত করেছেন। কোন কোন ফকীহ কোন বিষয়কে বেশী গুরুত্বপূর্ণ মনে করেছেন অন্য কোন ফকীহ হয়তো সেটাকে কম গুরুত্বপূর্ণ মনে করেছেন, এভাবে একটি বিষয়কে কেউ ফরজ বলেছেন আবার কেউ ওয়াজিব বলেছেন। আমরা-আপনারা যাদের কুরআন-হাদীস থেকে সরাসরি মাসআলা বের করে আমল করার আদৌ কোন যোগ্যতা নেই তারা যে কোন একজন ফকীহ-এর মতানুযায়ী আমল করলেই হবে। আরো বিস্তারিত জানতে 01734717299