আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3263

নামায

প্রকাশকাল: 5 জানু. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো একজন ব্যক্তির যদি সামর্থ ও সুযোগ থাকে তারপরেও কি কসরের নামাজ পড়তে হবে? যেমন আমি সফরে বেশ দূরে গেলাম কিন্তু আমার জোহর আছর এশার পুরো নামাজ পড়ার যথেষ্ট সময় ও সামর্থ আছে। এইক্ষেত্রে আমি কি করবো? শুধু কসর নাকি পুরোটাই পড়বো। মোট কথা কসর কি বাধ্যতামূলক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সফরে থাকা অবস্থায় মসিজদে স্থানীয় ইমামের পিছনে নামায পড়লে পুরো পড়তে হবে। আর একাকী নামায পড়লে কসর করা বাধ্যতামূলক। পূর্ণ নামায পড়ার সামর্থ্য থাকলেও কসর করতে হবে।