আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো একজন ব্যক্তির যদি সামর্থ ও সুযোগ থাকে তারপরেও কি কসরের নামাজ পড়তে হবে? যেমন আমি সফরে বেশ দূরে গেলাম কিন্তু আমার জোহর আছর এশার পুরো নামাজ পড়ার যথেষ্ট সময় ও সামর্থ আছে। এইক্ষেত্রে আমি কি করবো? শুধু কসর নাকি পুরোটাই পড়বো। মোট কথা কসর কি বাধ্যতামূলক।