আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3258

যাকাত

প্রকাশকাল: 31 ডিসে. 2014

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারকাতুহ্। আমার প্রশ্নটি যাকাত সম্পর্কিত। ধরুন আমার স্ত্রীর স্বর্ন আছে গ্রাম, মায়ের আছে ৫০ গ্রাম এবং মেয়ের আছে ৪০ গ্রাম। এখন আমার কত গ্রাম স্বর্নের যাকাত দিতে হবে? (৯০+৫০+৪০)=১৮০ গ্রামেরই যাকাত দিতে হবে নাকি ৯০ গ্রামের যাকাত দেওয়া যাবে? জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ৪০-৫০ গ্রাম স্বর্ণ থাকলে যাকাত ওয়াজিব নয় না। সুতরাং শুধুমাত্র আপনার স্ত্রীর স্বর্ণের যাকাত দিতে হবে। আপনার স্ত্রীর পক্ষ থেকে যাকাত আদায় করতে চাইলে শুধুমাত্র ৯০ গ্রাম স্বর্ণের যাকাত দিবেন। মা এবং মেয়ের স্বর্ণ নেসাব পরিমান না হওয়ায় তাদের স্বর্ণের যাকাত দিতে হবে না।