আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3257

সালাত

প্রকাশকাল: 30 ডিসে. 2014

প্রশ্ন

মেয়েদের আর ছেলেদের রুকু,সিজদা কি এক নাকি ভিন্ন? আমি চাই হযরত মুহাম্মদ(সঃ) যেভাবে নামায পড়তে বলছেন ঐভাবে পরতে……প্লিজ একটু হেল্প করেন………।

উত্তর

ছেলে-মেয়েদের নামায মুলত অভিন্ন। তবে রুকু-সাজদাতে কিছু ভিন্নতা পূর্বযুগ থেকে হয়ে আসছে। কিছু কিছু হাদীসেরও এই পার্থক্যের কাথা পাওয়া যায়। তবে পুরুষের মত পড়লেও হবে। ইমাম বুখারী রহ. একজন মহিলা তাবেয়ীর কথা এভাবে বলেছেন,وكانت أم الدرداء تجلس في صلاتها جلسة الرجل وكانت فقيهة অর্থ: উম্মে দারদা নামাযের মধ্যে পুরুষের মত বসতেন। তিনি ফকীহ ছিলেন। সহীহ বুখারী, ৮২৭ নং হাদীসের পূর্বে। দেখুন যদি একই রকম হতো তাহলে এভাবে বলা যেত না যে, তিনি পুরুষের মত বসতেন। এভাবে বলা হয়েছে কারণ, অন্য মহিলারা পুরুষের মত বসতেন না, তবে উম্মে দারদা বসতেন। বিস্তারিত দলীলসহ জানতে আমাদের দেয়া 0028 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন।