আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3250

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 ডিসে. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি শ্রবণপ্রতিবনধী,দুই কানে শুনি না,হিয়ারিং এইড ব্যবহার করি,তবে হিয়ারিং এইড দিয়ে ভালভাবে শুনতে পারি না,এখন মাস্টার্স করতেছি। বর্তমানে বৈধভাবে চাকরী পাওয়া সমভব নয়,এমন অনেক চাকরি আছে যেগুলো যোগাযোগ বা শোনার মাধ্যমে কাজ করতে হয় সেগুলো আমার পক্ষে সমভব নয়। তাই এমন কোন দোয়া আছে যেগুলো পড়লে আমার সামর্থ্য অনুসারে বৈব উপার্জন চাকরি ও পর্যাপ্ত রিযিক পাব?আমার ইমেইলে মাধ্যমে দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চাকরীর জন্য এবং যে কোন প্রয়োজনের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং রুটি রুজির বরকতের জন্য এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى