আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3247

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 20 ডিসে. 2014

প্রশ্ন

আসসালামুওয়ালাইকুম,আমার দুলাভাই কয়েকদিন আগে সড়ক দূরঘটনায় ইন্তেকাল করেন। দূর্ঘটনার পর তিনি অজ্ঞান ছিলেন,মাথায় আঘাতজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। তিনি তওবা করেছেন কিনা,সেটা নিয়ে আমরা চিন্তিত। বি,দ্র,আমার দুলাভাই দুরঘটনার দিন সকালে কুরআন তিলাওয়াত ও নামায আদায় করেছিলেন। তিনি সৎ এবং আল্লাহকে সর্বদা স্মরণ করে মানুষের সেবা করতেন,নামায আদায় করতেন। আমার প্রশ্ন,আমার দুলাভাই কি শহিদের মর্যাদা পাবেন আল্লাহর রহমতে?আর যেহেতু তিনি কোনো কথা বলতে পারেননি,সেহেতু তার অবস্থা জানার জন্য আমরা কি আমল করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে সে শহিদ। হাদীসে এটা আছে। আর তার অবস্থা জনার জন্য কোন আমলের দরকার নেই। তার জন্য দুআ করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন।