আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3229

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 ডিসে. 2014

প্রশ্ন

ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার (রাহিঃ) এর লেখা কতগুলো বই বর্তমানে বাজারে পাওয়া যায়। আমি তিন সেট নিতে চাই। প্রতি সেটের মূল্য কত পড়বে? কুরিয়ার খরচসহ। সুন্দরবন কুরিয়ায় ভাল হয়। আমার ঠিকানা
মোঃ মনিরুল ইসলাম, বাসা নম্বর ই-12/10, বিওএফ আবাসিক এলাকা, গাজীপুর সেনানিবাস, গাজীপুর-1703। স্যারকে সরাসরি দেখিনি। এই মহা রত্নের সন্ধান যখন পেলাম তখন তিনি দুনিয়াতে নেই। মহান আল্লাহ তার প্রিয় বন্ধুকে তাঁর কাছে নিয়ে গেছেন।

উত্তর

মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। বই ক্রয় সম্পর্কে বিস্তারিত জানেত ফোন করুন 01715400640