আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3225

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 নভে. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো আমার একটি বন্ধু স্যারের একটি ভিডিও ইউটিউব এ দেখেছে, ভিডিওটি হলো- পীরের হাতে বায়াত হওয়া ফরজ কি?
এই ভিডিওটিতে স্যার বলেছেন আবুজেল হজ্বও করেছিলো… বন্ধুটি এই কথাটি বিশ্বাস করতে পারছে না… যার কারনে বন্ধুটি স্যারের কোন ভিডিও দেখে না
তাই আপনারা যদি উত্তরটি হাদিসে কোথায় আছে রেফারেন্স দিতেন খুবিই ভালো হতো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু আবু জাহেল নয়, বরং সকল মুশরিকই হজ্জ করতো। বিদায় হজ্জের আগের হজ্জে মুশরিকদেরকে হজ্জ করতে নিষেধ করা হয়। এছাড়া তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। উলুঙ্গ হয়ে তাওয়াফ করতেও নিষেধ করা হয়। নিচের হাদীসটি দেখুন: أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ أَلاَ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ. আবু হুরায়রা রা. বলেন, বিদায় হজ্জের আগের হজ্জে, যে হজ্জের আমীর রাসূলুল্লাহ সা. হযরত আবু বকর সিদ্দিক রা.কে বানিয়েছিলেন, সেই হজ্জে আবু বকর রা, তাকে (আবু হুরায়রা রা কে) ঐ দলের অন্তর্ভূক্ত করেছিলেন যারা মানুষদের মধ্যে এই ঘোষনা দিচ্ছিল যে, এ বছরের পর কোন মুশরিক হজ্জ করতে পারবে না এবং উলুঙ্গ হয়ে কেও তাওয়াফ করতে পারবে না। সহীহ বুখারী, হাদীস নং ১৬২২। আবু জাহেলও যেহেতু মুশরিকদের একজন ছিল তাই স্যার রহি. এমন বলেছেন।