প্রিয় ভাই, আসসালামুয়ালাইকুম, আমার ভালোবাসা নিবেন। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীন এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয় নিয়ে আমার এক বন্ধুর সাথে আলোচনা করছিলাম। বিষয়টি আমি বর্ণনা করছি। আমার বন্ধু বলছে দাড়ি রাখা সুন্নত, ফরজ না। আমি বললাম তুমি ভুল বলছো। দাড়ি রাখা ফরজ এবং কেটে ফেলা মানে একদম চেছে ফেলা হারাম। সময়ের অভাবে আমি হাদিস এর বই দেখতে পাচ্ছিনা। তবে আমি ইসলামি বিভিন্ন চিন্তাবিদ বা পন্ডিতদের লেকচার শুনলাম ইউটিউব এ সেখানেও পেলাম যে দাড়ি রাখা ফরজ এবং প্রধান ৪ ইমাম ও বলেছেন একই কথা। এখন আমি আপনাদের কাছে সঠিক এবং সহীহ হাদিসের রেফারেন্স চাচ্ছি। সম্ভব হলে সহীহ মুসলিম ও বূখারী শরীফ এর রেফারেন্স দিয়ে সাহায্য করবেন। রেফারেন্স হবে নিম্নরুপঃ
১) আমাকে আপনারা একটি লিংক দিতে পারেন যেখানে গেলে আমি এই বিষয়ে উত্তর পাবো, অবশ্যই সহীহ মুসলিম ও বূখারী শরীফ এর PDF লিংক হতে হবে। ২) কোরআন এ যদি কিছু বলা থাকে তাহলে সেখান থেকেউ PDF লিংক দিতে হবে। ৩) পারলে আরবি আয়াত সহ ছবি তুলে দিবেন। আপনাদের উত্তরের আশায় থাকলাম। প্লিজ একটু তাড়তাড়ি জানাবেন। ধন্যবাদ, তানজিম ইসলাম, মোবাইলঃ ০১৬৭৬-৩৫৬৭৮৪, ঢাকা।