আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3220

রোজা

প্রকাশকাল: 23 নভে. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বাবার ব্রেইন টিউমার অপারেশন হয়েছে ১৬ মার্চ। তার শারীরিক অবস্থা খুব ই খারাপ ছিল। এখন সে নিজে নিজে উঠে বসতে পারে খেতে পারে। কিন্তু তার শরীর দুর্বল এখনো। পুরোপুরি ফিট হয়নি। রোজা রাখার মত সাস্থ্য আছে কিনা তা বুজতে পারিনা। এই ক্ষেত্রে তার রোজা রাখার বিধান কি? সে রোজা না রাখলে কোন পর্যায়ের কাফফারা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অসুস্থতার কারণে রোজা না রাখলে পরবর্তীতে শুধু কাজা করবে অর্থাৎ একটি রোজার বদলে একটি রোজা রাখবে। কাফফারা দিতে হবে না।