আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3218

হালাল হারাম

প্রকাশকাল: 21 নভে. 2014

প্রশ্ন

আমি একটা টেক্সটাইল কোম্পানিতে জব করি, আমাদের ডিউটি আট ঘণ্টা করে, তিন শিফটে ডিউটি করি আমরা । আমাদের নাইট করতে হয় দশটা থেকে ছয়টা পর্যন্ত । আমি ডাইং ফিনিশিং কোয়ালিটি, আমাদের কাজ হল ফেব্রিকের কোয়ালিটি চেক করা। এখন আমরা নাইটে দুইজন করে মেশিনের কাজ করি। রাত বারোটার পরে একজন ঘুমাইতে যাই, আবার আড়াইটে বা তিনটার দিকে আরেকজন ঘুমাতে যায়, তাকে ডেকে দিয়ে। আমরা কাজ গুলো কমপ্লিট করে দিয়ে যায় । এখন আমার প্রশ্ন হলো যে আমরা নাইটে যে 2 থেকে 3 ঘন্টা ঘুমায় । এটা ইসলামী শরীয়ত সম্মত কিনা এটা জানতে চাই

উত্তর

আপনাদের দুজনের কাজ ঐ আট ঘন্টা ওখানে থেকে কাজ করা। এমন তো নয় যে, আপনি ৪ ঘন্টা করবেন আর অন্যজন ৪ ঘন্টা করবে। তাহলে তো আপনাদের কর্মঘন্টা ৪ হয়ে যায়। সুতরাং কষ্ট হলেও ঘুমাবেন না। আর যদি ঘুমাতে চান তাহলে কর্তৃপক্ষের নিকট বলুন যে আমরা এভাবে কাজ করতে চাই। যদি অনুমতি দেয় তাহলেই কেবল ঘুমাবেন।