আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3213

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 নভে. 2014

প্রশ্ন

আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, প্রিয় মোহতারাম শায়েখ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার রহমতে ভালো আছেন। আপনার নিকট আমাদের নিচের জানার বিষয়ঃ ১। শেষ বিচারের দিন বা হাশরের মাঠে – কোন মুমিন মানুষের নেক আমলের ওজন বদ আমলে চেয়ে বেশী। কিন্তু বদআমলও আছে। এখন প্রশ্ন হল – (ক) এমতাবস্থায় উক্ত ব্যক্তির যেহেতু নেক আমলে পাল্লা ভারী হওয়ার কারণে সে কি সরাসরি জান্নাতে চলে যাবে? (খ) অথবা নেক আমল আছে তা বদআমলে তুলনায় কম, এখন প্রশ্ন হলো – দ্বিতীয় ব্যক্তি কি বেশী বদআমলের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে? ২। আমরা জানি ইসলামে পর্দা ফরজ আবার মা-বাবার খেদমত করা ফরজ। এখন মা-বাবার সাথে সাবালেক ছোট ভাই আছে। এমতাবস্থায় মা-বাপকে সাথে রাখলে নিজের স্ত্রীর সাথে পর্দা লঙ্গন হচ্ছে। এমনকি নিজের স্ত্রীকে পর্দার কথা বললে – প্রতিউত্তরে বলে একসাথে থাকলে পর্দা করা যায় না। এমতাবস্থায় পর্দা স্টাবলিশ করলে মা-বাবার খেদমত হয় না আবার পর্দা লঙ্গন হলে মা-বাবার খেদমত হয়। এখন এমতাবস্থায় কোনটা রাখি কোনটা করি? একটু সুন্দর সমাধানমূলক উত্তর চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। কিয়ামতের দিন কিছু মানুষের আমলনামা দেয়া হবে ডান হাতে আর কিছু মানুষকে দেয়া হবে বাম হাতে। যাদেরকে ডান হাতে দেয়া হবে তারা জান্নাতি এবং যাদেরকে বাম হাতে দেয়া হবে তারা জাহান্নামী। নেক আমলের পাল্লা ভারী হলে ডান হাতে আমলনামা দেয়া হবে এবং সে জান্নাতে যাবে আর বদ আমলের পাল্লা ভারী হলে তার আমলনামা বাম হাত দেয়া হবে এবং সে জাহান্নামে যাবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (8) وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُوْلَئِكَ الَّذِينَ خَسِرُواْ أَنفُسَهُم সেদিনের ওযন সত্য। যাদের ওযন ভারী হবে তারা সফলকাম আর যাদে ওজন পাতলা হবে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্তকারী। সূরা আরাফ, আয়ত নং ৮, ৯। জাহান্নামী ব্যক্তি যদি মূমিন হয় তাহলে পরবর্তীতে কোন একসময় জান্নাতে যাবে। এটা হাদীসে আছে। ২। ভাই, ইচ্ছা থাকলে এক বাড়িতে থেকেও পর্দা সম্ভব। আপনার স্ত্রী নিজেকে যেমন পর্দায় রাখবে তেমনি আপনার ভাইও নিজেকে সতর্ক রাখবে। সবাই আপন আপন অবস্থাতে নিজেদের পর্দা রক্ষা করলে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।