আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3204

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 নভে. 2014

প্রশ্ন

শায়খ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার এক ওয়াজে বলেছিলেন, এক লোক তার জমি ডেভেলপার কে দেয় কিন্তু ডেভেলপার তার বাড়ি বা দলিল কোনটাই দিছছল নাহ সে কিভাবে সেই দলিল সুন্নত পন্থায় উদ্দার করবে? যেহেতু তাবিয-কবজ ইসলামে হারাম, তখন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাকে কিছু দোয়া রাহে বেলায়েত বই থেকে দাগিয়ে দিয়ে ছিলেন। ঐ দোয়া গুলা কি কি জানাবেন আমার কাছে রাহে বেলায়েত বই টা আছে।

উত্তর

স্যার রাহি. ঠিক কী কী দুআ করতে বলেছিলেন তা আমাদের জানা নেই। তবে রাহে বেলায়াতের মিম্নেরদুআগুলো এই ধরণের সমস্যার ক্ষেত্রে আমল করতে হয়। ১৮৭ নং থেকে ১৯২ এবং ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১৫৭ নং দুআ। আপনি আপনার সাধ্যমত আমল করতে থাকুন। বিশেষত ১৮৭ থেকে ১৯২ পর্যন্ত। স্যার রহি. সম্ভবত এই দুআগুলোই আমল করতে বলেছিলেন।