শায়খ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার এক ওয়াজে বলেছিলেন, এক লোক তার জমি ডেভেলপার কে দেয় কিন্তু ডেভেলপার তার বাড়ি বা দলিল কোনটাই দিছছল নাহ সে কিভাবে সেই দলিল সুন্নত পন্থায় উদ্দার করবে? যেহেতু তাবিয-কবজ ইসলামে হারাম, তখন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাকে কিছু দোয়া রাহে বেলায়েত বই থেকে দাগিয়ে দিয়ে ছিলেন। ঐ দোয়া গুলা কি কি জানাবেন আমার কাছে রাহে বেলায়েত বই টা আছে।