আসসালামুয়ালাইকুম। মুহতারাম, আমার একটি প্রশ্ন ছিল সুদের ব্যাপারে। যদি একটু মেহেরবানি করে উত্তর দিতেন, তাহলে অনেক উপকৃত হতাম। আমরা চার ভাই বোন। আমাদের বাবা বেঁচে নেই। মা জীবিত। আমাদের ছয় শতাংশ জায়গা আছে। যেখানে সবাই থাকে। কিন্তু আমি প্রবাসে থাকি। আমাদের বাড়িটা টিনের। সব ভাই বোন চাচ্ছে একসাথে বিল্ডিং করতে। সবাই বাণিজ্যিক ব্যাংক (ইসলামি ব্যাংক নয়) থেকে সুদে ঋণ নিয়ে বাড়ির নিচের তালার কাজ করতে চায়। নিচের তালার কাজ শেষ হলে ছয় শতাংশ জমি এবং একতালা বাড়ি ব্যাংক এর কাছে বন্ধক রেখে দোতলার কাজ করতে চাচ্ছে। ব্যাংক এর কাছে বাড়ি বন্ধক দিয়ে ঋণ নিতে গেলে আমারও সাক্ষর লাগবে। আমি নিচের তালার ও ওপরের তালার কাজ করার জন্য ব্যাংক থেকে কোন ঋণ নিব না, নগদ টাকা দিয়ে দিব। কিন্তু ওদের ঋণ নেওয়ার জন্য আমার সাক্ষর দিতে হবে, যেহেতু জায়গাটার আমিও অংশিদার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি ব্যাংক এর কাছে জমি এবং বাড়ি বন্ধক দেওয়ার কাগজে সাক্ষর করি তাহলে কি আমি সুদের অংশিদার হয়ে যাব। আর যদি স্বাক্ষর না করি এবং একসাথে বাড়ি না করি তাহলে হয়ত আমার জন্য বাড়ির পেছনে এক শতাংশ এর মত জায়গা রেখে দিবে। কিন্তু আমার মা সহ কোন ভাই বোন আমার সাথে আর কোন সম্পর্ক রাখবেনা। আমার মা আমার সাথে আর কোনদিন কথাও বলবেনা। মুহতারাম, এই অবস্থায় আমার কি করনীয় জানালে খুবি উপকৃত হব। জাজাকাল্লাহু খাইরান।