As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3183

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 অক্টো. 2014

প্রশ্ন

আসসালামলাইকুম অর রহমাতুল্লাহ, পারিবারিক কিছু বিসয় নিয়ে আমার ভাইদের সাথে আমার তরক/বিতক হতে পারে, আমি সবার ছোট ভাই আমি কি তাদের সাথে অন্যায় কথার প্রতিবাদ করতে পরব কি না? বিসয়টা মা / বাবা প্রাসংঙ্গিক। জাকাকামুল্লাহ খায়ের.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অন্যায়ের প্রতিবাদ করা তো প্রত্যেকের মূমিনের উপর ফরজ। সুতরাং প্রতিবাদ অবশ্যই করবেন, তবে বেয়াদবী যেন না হয়, সেটা খেয়াল রাখবেন।