আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3176

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 অক্টো. 2014

প্রশ্ন

দয়া করে সমাধান দিবেন আমার স্ত্রী ছোটবেলা থেকে বড় হয়েছে তার খালা খালুর কাছে এবং সে তাদেরকে বাবা -মার পরিচয় দেয় এমনকি তার জন্মনিবন্ধন ও বিভিন্ন পরিক্ষার সনদে পালিত বাবার নাম। স্ত্রীর আসল বাবা মা জিবীত আছে এবং তাদের কে মা ও ব্যাটা বলে ডাকে। আমরা এখন অমরা হজ্জ যেতে চাই এ অবস্থায় পাসপোর্ট করতে গেলে তার পালিত বাবার নাম চলে আসবে। কিন্তু সুরা আহজাবের ৪-৫ নং আয়াতে বলা আছে তুমি তোমার জন্মদাতা বাবা মায়ের নামে ডাকো ভুল বাবা মায়ের নামে পাসপোর্ট করে হজ্জে যাওয়া ঠিক হবে কি? এক্ষেত্রে এ স্থায়ী সমাধান কি হতে পারে?

উত্তর

এখন চেষ্টা করতে হবে পালিত বাবা-মায়ের জায়গাতে প্রকৃতি বাবা-মার নাম বসানো যায় কি না। যদি সংশোধন করা যায় তাহলে সংশোধন করে নিন। তবে হজ্জে যাওয়ার সাথে এর কোন সম্পর্ক নেই। বর্তমান পাসপোর্ট দিয়ে হজ্জে যেতে পারেন, কোন সমস্যা নেই। স্থায় সমাধান সেটাই যেটা বললাম, অর্থাৎ সরকারী ঐসব কাগজগুলোতে বাবা-মায়ের নাম সংশোধন করতে হবে। এটা সম্ভব তবে সময় লাগে এবং বিভিন্ন অফিসে ঘুরাঘুরি করতে হয়। আল্লাহ আপনাদের সমস্যা সমাধার করে দিন।