আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3174

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 অক্টো. 2014

প্রশ্ন

As-Salam Olikum
Im From West Bengal, India.
১. আমার ব্যাঙ্কে কিছু সুদের টাকা জমেছে সেটি কে কোথায় দেব? কোন ইসলামিক প্রতিষ্টানে বা কোন মুসলিম কে দিতে পারব?
২.আমি স্যারের লেকচারে সুনেছি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর তাসবি পাঠ করা তার পর নিজে দুয়া করা। কিন্তুু যদি সুন্নত সলাত থাকে তখন কি করব যেমন জোহর?
৩.এটা লিখতে বড় কষ্ট হচ্ছে! আমি পশ্চিমবঙ্গে থাকি আর আপনারা যানেন কিছুদিন আগে আমাদের এখানে নির্বাচন হয়েছে টোটাল ভোটারের ৩৫% মুসলিম ভোটার। আর এটাতে যরা মরাগেছে ৯৫% মুসলিম এরা এতটা হিংস্র হয়ে উঠেছে নিজের সন্তান মিত্যুকে মেনে নিতে রাজি আছে পঞ্চায়েত ছাড়তে রাজি নয়। a.এরা মুসলমানের সংঞ্জা বদলে দিয়েছে। যার ফলে আমুসলিমরা ইসলামকে নিয়ে এমন মন্তব্য করে যা আমদের হৃদয়ে আরা বেশি আঘাত লাগে। কি করা যায়?
b.এই হতভাগা মুসলিমদের জন্য কি করা যেতে পারে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি সওয়াবের নিয়ত ছাড়া আপনাদের এলাকার গরীব মুসলিমদেরকে দিয়ে দিবেন। ২। সালাতের পরের তাসবীহগুলো সুন্নাতের আগে বা পরে যে কোন সময় আদায় করতে পারেন। তাসবী পাঠ শেষে এরপর দুআ করবেন। ৩। এদেরকে বুঝানো এবং এরের জন্য দুআ করা ছাড়া আমাদের কিছু করার নেই। হারাম টাকা পয়সা কিছু ইনকাম হলেও নেতা-নেত্রীদের হয়, সাধারণ কর্মীদের তো কিছুই হয় না তবুও তারা মারামারী করে বেড়ায়। ওদেরকে যতটুকু সম্ভব বলতে হবে।