আসসালামুআলাইকুম, আমি ভারতীয়, আমাদের আশেপাশে সাধারনত কোন আজান শোনা যায় না (ব্যাতিক্রম-ফজর–তাও আবার ক্ষীন )। ডঃ জাহাজ্ঞীর স্যার এধরনের পরিস্থিতিতে অবশ্যই ফরজ নামাজ স্ত্রীর সংগে বাড়ীতে আদায়ের পরামর্শই দিয়েছেন । সুতরাং এ ধরনের পরিস্থিতিতে স্ত্রীর সংগে জামাতে নামাজ আদায় করা সুন্নাহ আদায়ের নামান্তর নয় কি? কারন রসুলুল্লাহ (সঃ) (মুসলমানদের বিবাদ মেটাতে গিয়ে) জামাতে ছেড়ে যাওয়া ফরজ নামাজ বাড়ীতে মা আয়েশা (রাঃ) এর সংগে আদায় করেছেন বলেই সহীহ হাদীসের আলোকে জানা যায়। দ্বিতীয় প্রশ্ন:- নামাজের মধ্যে একটা ক্বিরাত পড়ার পর পরের ক্বিরাত না পড়ে তার পরের ক্বিরাতটা যদি পড়া হয়,যেমন সুরা নসর্ এর পরে সুরা লাহাব না পড়ে সুরা এখলাস পড়া–সেক্ষেত্রে কোন শারঈী সমস্যা আছে কি? আমি কোন এক মাধ্যম থেকে জানতে পেরেছি এটা মাকরুহ… জানতে চাই তা সঠিক না বেঠিক?