আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3164

নামায

প্রকাশকাল: 28 সেপ্টে. 2014

প্রশ্ন

আস্সালামুআালাইকুম, আমি একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আমি কোন মাদ্রাসায় পড়িনি। তবে এমন কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়, যারা বলে আমাদের নামাজ সম্পূর্ণ কুফরি পর্যায়ের। অর্থ্যাৎ তারা বলে যন্ত্রবিহীন নামাজ পড়া হারামে আকবর। এটা নাকি কোরআনের নির্দেশ। তোমরা যন্ত্রবিহীন নামাজ আদায় কর এর একটা সমাধান কোরআান হাদিসের আলোকে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যন্ত্রবিহীন নামাজ বলতে কী বুঝাচ্ছেন স্পষ্ট নয়। আমরা যে নামায পড়ি তা সম্পূর্ন কুরআন-হাদীস সম্মত। আমার মনে হচ্ছে আপনি কোন বাতিল সম্প্রদায়ের মুখোমুখি হয়েছেন। আপনি তাদের কথায় কান দিবেন না। আমাদের দেশে যেভাবে নামায আদায় করা হয় সেভাবে নামায আদায় করবেন এবং অন্যান্য ইবাদত করবেন। প্রয়োজনে ফোন করবেন 01734717299