আস্সালামুআালাইকুম, আমি একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আমি কোন মাদ্রাসায় পড়িনি। তবে এমন কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়, যারা বলে আমাদের নামাজ সম্পূর্ণ কুফরি পর্যায়ের। অর্থ্যাৎ তারা বলে যন্ত্রবিহীন নামাজ পড়া হারামে আকবর। এটা নাকি কোরআনের নির্দেশ। তোমরা যন্ত্রবিহীন নামাজ আদায় কর এর একটা সমাধান কোরআান হাদিসের আলোকে জানালে উপকৃত হব।