আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3161

ঈদ কুরবানী

প্রকাশকাল: 25 সেপ্টে. 2014

প্রশ্ন

নবী করিম (সঃ) ঈদুল আযহায় ক্বুরবানী করার আগ পর্যন্ত কিছুই খেতেন না,এমনকি পানিও না। ক্বুরবানী করার পর সেই গোস্ত দ্বারা প্রথম আহার করতেন- এমন একটি হাদিসের কথা আমি শুনেছি। এই হাদীসটি আমার দরকার। রেফারেন্স সহ। জাজাকাল্লাহু খাইরান।

উত্তর

হযরত বারীদাহ রা. বলেন,كان رسول الله صلى الله عليه و سلم لا يغدو يوم الفطر حتى يأكل ولا يأكل يوم الأضحى حتى يرجع فيأكل من أضحيته রাসূলুল্লাহ সা. ঈদুল ফিতরের দিন সকালা বেলা খেতেন আর ঈদুল আযহার দিন ঈদের নামায শেষ করে না আসা পর্যন্ত খাবার খেতেন না। ঈদের নামায শেষ করে এসে কুরবানীর গোশত থেকে খেতেন। মুসনাদু আহমাদ, হাদীস নং ২৩০৩৪। শায়খ শুয়াইব আরনাউত রহি.বলেছেন, হাদীসটি হাসান। অন্য জায়গাতে হযরহ বারীদাহ বলেন,كان النبي صلى الله عليه و سلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي নবী সা. ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না আর ঈদুল আযহার দিন ঈদের নামায না পড়া পর্যন্ত খেতেন না। শায়খ আলবানী রহি. বলেছেন, হাদীসটি সহীহ।