আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3160

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 সেপ্টে. 2014

প্রশ্ন

স্বামী তার স্ত্রীকে শর্ত দিলো যে তুমি অমুক বিষয়ে কিছু বললে এক দুই তিন তালাক কিন্তু ঐ বিষয় কথা যদি স্বামী প্রথমে তারপর স্ত্রী বললে হুকুম কি হবে

উত্তর

উক্ত বিষয়ে স্বামী পুনরায় কথা বলার অনুমতি দেয়া ব্যতিত কথা বললে তালাক হয়ে যাবে। প্রশ্নে উল্লেখিত বিবরণ অনুযাযী মনে হচ্ছে স্বামী অনুমতি দিয়ে নি। তাই তালাক হয়ে যাবে। তবে যদি স্বামী এমন বলে উক্ত বিষয়ে আমি কথা বলার আগে তুমি কথা বলেলে তালাক, তাহলে এক্ষেত্রে তালাক হবে না।