আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3158

নামায

প্রকাশকাল: 22 সেপ্টে. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন । আমার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন লোকের মুখে শুনি যে এক ওয়াক্ত নামায কাযা করলে নাকি ২ লক্ষ ৮৮ হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ কথার ভিত্তি কি? দয়া করে কুরআন এবং হাদিসের আলোকে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই কথার ভিত্তি নেই। তবে, নামায বাদ দেয়া যঘন্যতম গুনাহ। কোন ক্রমেই নামায বাদ দেয়া যাবে না।