আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3146

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 সেপ্টে. 2014

প্রশ্ন

আসসালামুলাইকুম, আমার ১ টা মেয়ে বাচ্চা আছে বয়স ৭ মাস । সে মাঝে মাঝে বিছানার বিভিন্ন জায়গায় প্রস্রাব করে । প্রস্রাব যদি শুকিয়ে যায় তবে সেখানে ঘুমালে কাপড় নাপাক হয়ে যাবে কি?
আর বাচ্চা হামাগুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় যায় তাই বারবার চাদর চেঞ্জ করাও সমস্যা ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রস্রাব শুকিয়ে গেলে সেখানে ঘুমালে কাপড় নাপাক হবে না। তবে ঘুমানো সময় অন্য একটি কাপড় বিছিয়ে নিলে ভাল হয়।