আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3137

নামায

প্রকাশকাল: 1 সেপ্টে. 2014

প্রশ্ন

হুযুর..আসসালামুআলাইকুম। আচ্ছা সিজদায় সুবহানা রাবিবয়্যাল আলা ছাড়া আর কি কি দোয়া পড়া যায়.? প্লিজ দয়া করে জানালে খুব উপকৃক হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সিজদাতে সুবহানা রাবিবয়্যাল আলা ছাড়াও কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দু[আ পড়তে পারেন। রাসূলুল্লাহ সা. বলেছেন, أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ সিজদার মধ্যে বান্দা আল্লাহ তায়ালার সবচেয়ে নিকটবর্তী হয়। সুতরাং তোমরা (সিজদাতে) বেশী বেশী দুআ করো। সহীহ মুসলিম, হাদীস নং ১১১১।