আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3132

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 আগস্ট 2014

প্রশ্ন

আস-সালামু আলাই কুম। আমি মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক। আমি আস-সুন্নাহ ট্রাস্টে গিয়ে একবার স্যারের সাথে দেখা করেছিলাম। এ পর্যন্ত প্রকাশিত সবগুলো বই কিনেছি। সর্বশেষ জিজ্ঞাসা ও জবাব (২) এবং হজ্জের আধ্যাতিক শিক্ষা বইটিও পড়ে শেষ করছি। স্যারের বই পেলে কোন ব্যস্ততাই আমাকে আটকাতে পারেনা। বর্তমানে আবার হাদীসের নামে জালিয়াতি বইটি পড়ছি।

আমার মামাতো ভাই (@Md. Jahidul Islam. আলকুরআন এ্যান্ড ইসলামিক স্টাডিজ ২০০০-২০০১ ইসলামী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ইসলামী ব্যাংক ডাকবাংলা ঝিনেদা শাখায় কর্মরত। গত বছর খানেক বা কিছু কম বা বেশি থেকে সব ধরণের নামাজ ছেড়ে দিয়েছে। ★সে কথায় কথায় বলে এগুলো কুরআনে নাই। ★ হাদীস ভুয়া ★ ইমাম বুখারী (রমহমাহুল্লাহ) একটা বেয়াদব (নাউযুবিল্লাহ)।

সে ★গতবছর কুরবানী দেয়নি। * রোযা রাখেনা। ★এখন শুনছি এ ধরনের একটা দল আছে। এরা বলে হাদীস ২০০/৩০০ বছর পরে লেখা হয়েছে তাই মানা যাবে না। ★ আমি একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম। তিনি সব শুনে বললেন এ ধরণের আত্বীয় থেকে দুরে থাকা নিরাপদ। আমি তাই দূরেই থাকি।

★★★ আমি আপনাদের অনুরোধ করছি একটি সতন্র বই বের করার জন্য। যেখানে এই হাদীস অস্বীকার কারী আহলে কুরআনদের উত্থাপিত সমস্ত প্রশ্ন ও তার অসারতা প্রমাণকারী জবাব থাকবে। আমি এর আগে স্যারের একটা বক্তব্য শুনেছি The authenticity of Hadith. আশা করব এ বিষয়টা আপনারা আপনাদের মজলিসে আলাপ করে এদের দাত ভাঙা জবাব দেওয়ার ব্যবস্থা করবেন। বিনীত নিবেদক
মো: বাছাদ আলী
সহকারী শিক্ষক ইংরেজি
মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মেহেরপুর। মোবাইল ০১৭১০৬৫৯৭৪৭.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, এই বিষয়ে আরবীতে প্রচুর বই আছে। বাংলাতেও কিছু কিছু আছে। স্যারের হাদীসের নামে জালিয়াতি বইয়ের শুরুতেও এই বিষয়ে আলোচনা আছে, মাওলানা আব্দুর রহিম রহি. সাহেবেরও বই আছে। আপনার জন্য আবশ্যক হলো ঐ ব্যক্তি থেকে নিজেকে গুটিয়ে রাখা। আল্লাহ হেদায়াতের মালিক।