আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3123

কুরআন

প্রকাশকাল: 18 আগস্ট 2014

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। সুরা মায়েদার ৬ নং আয়াতে (ওজুর আয়াতে) আরবী গ্রামারের নিয়ম ও হাদিস অনুযায়ী পা ধোয়ার নির্দেশ আছে। কিছু কিছু স্ক্লারদের মতে অনুবাদ পা মাসেহ করা হবে এবং পা মাসেহ করারও কিছু হাদিস পাওয়া যায়। পা ধোয়ার জন্য গ্রামারের এই নিয়মটি কোরআনের আর কোন আয়াতে আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, শুধু গ্রামার দিয়ে ইসলাম শেখা যাবে না। পা ধুতে হবে এটা বহু হাদীস দ্বারা প্রমানিত। বলা যায় এই হাদীসগুলো কুরআনের ঐ আয়াতের ব্যাখ্যা। যারা বলে পা মাসেহ করলে হবে তারা চরম বিভ্রান্তির মধ্যে আছে। তবে বিশেষ ধরণের মুজা পরে মাসেহ করা যায়, সেটা ভিন্ন বিষয়। আশা করি বুঝতে পেরেছেন।