আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3120

ঈদ কুরবানী

প্রকাশকাল: 15 আগস্ট 2014

প্রশ্ন

(আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে- যিলহজ মাসে কি শুধু যারা কুরবানি দিবে তারা চুল, দাড়ি ইত্যাদি সকল কিছু কাটা থেকে বিরত থাকবে নাকি এই নিয়ম সবার জন্য প্রযোজ্য? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে থেকে বুঝা যায় এই নিয়ম শুধু যারা কুরবানী দেবে তাদের জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সা. বলেন, যদি তোমাদের কেউ কুরবানীর নিয়্যাত করে তবে যুলহাজ্জ মাসের নতুন চাঁদ দেখার পররে যেন কুরবানী না দেয়া পর্যন্ত তার চুল ও নখ স্পর্শ না করে। সহীহ মুসলিম হাদীস নং ৫২৩৪ ও ৫২৩৬ إِذَا رَأَيْتُمْ هِلاَلَ ذِى الْحِجَّةِ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّىَ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ فَإِذَا أُهِلَّ هِلاَلُ ذِى الْحِجَّةِ فَلاَ يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلاَ مِنْ أَظْفَارِهِ شَيْئًا حَتَّى يُضَحِّىَ যদি তোমাদের কেউ কুরবানীর নিয়্যাত করে তবে যুলহাজ্জ মাসের নতুন চাঁদ দেখার পররে যেন কুরবানী না দেয়া পর্যন্ত তার চুল ও নখ স্পর্শ না করে। সহীহ মুসলিম হাদীস নং ৫২৩৪ ও ৫২৩৬, সুনানু আবু দাউদ, হাদীস নং ২৭৯৩। এই সব হাদীসে কুরবানীকারী ছাড়া অন্য কেউ এমন আমল করবে বলে মনে হয় না।