আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3116

সালাত

প্রকাশকাল: 11 আগস্ট 2014

প্রশ্ন

night shift থাকার জন্য ফজরের সালাত সঠিক ওয়াক্তে পড়তে পারি না,সূর্য্য ওঠার পরে আমি সলাত আদায় করি, শরীয়ত কি বলে এ বিষয়ে?

উত্তর

দুএক সময় ঘুম থেকে অনিচ্ছাকৃতভাবে উঠতে না পারলে পরে সালাত আদায় করলে হবে। কিন্তু নিয়মিত নাইট শিফট এর কারণে দেরী করে সালাত আদায় করলে হবে না। আপনি এই চাকুরী বাদ দিয়ে এমন একটি কর্মের সন্ধান করুন যেখানে সঠিক সময়ে সালাত আদায় করার সুযোগ আছে।