আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3110

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 আগস্ট 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম! আমার ছেলের বয়স ২ মাস। মাঝেমধ্যে ঘুম থেকে উঠে একা থাকলে ঘুব কান্না করে। কেউ গিয়ে বাচ্চাকে কোলে নিলে। বাচ্চা তার হাত দিয়ে যে তাকে কোলে নিছে তাকে খুব জোরে ধরে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ তাকে ধরে রাখলে বাচ্চা কান্না চুপ করে। বাচ্চা কি ভাইয়া ভয় পেয়ে এটা করে? না কি এজন্য আমি কি কোন ডাক্টারের সরণাপর্ণ হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার ছেলের মত প্রতিটি ছেলেই মোটামুটি এরকম। এই বয়সের বাচ্চারা একাকী থাকলে কান্না করে। কেউ কাছে গিয়ে গায়ে হাত দিলে ঠান্ডা হয়ে যায়। এতে চিন্তা করার কিছু নেই।