As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3105

অর্থনৈতিক

প্রকাশকাল: 31 জুলাই 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার মাঝে মাঝে কোনো কোনো দিন অফিস থেকে বাড়ি ফিরতে আমার ও আমার বড়ো ভাইএর দেরি হয়। ট্রেন এ ভির থাকে, তাই আমাদের ইসানামাজ বাড়িতে পড়তে হয়। আমার প্রশ্ন হলো
1.দুজনে কি জামাত করে নামাজ পড়তে পারবো? হবে কি?
2.যদি জামাত করে পড়া যায় তাহলে কি ভাবে দাড়াব?
প্লিজ জানাবেন খুব প্রয়োজন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই অবস্থায় যিনি নামায পড়াবেন তিনি মুক্তাদীকে তার ডানপাশে দাঁড় করাবেন।