আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3094

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 জুলাই 2014

প্রশ্ন

আস-সালামুআলাইকুম ভাই, বিয়ে করা কী বাধ্যতামূলক? মানে, কেউ যদি আজীবন অবিবাহিত থেকে নিজেকে সাংসারিক ঝামেলা থেকে দূরে রেখে নিজের মা-বাবাকে নিয়ে আল্লাহর দ্বীন মোতাবেক চলে তার কি কোন গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ে করা আল্লাহর নবীর সুন্নাত। একজন সাহাবী বললেন, أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا আমি মহিলাদেরকে (স্ত্রী) বর্জন করবো, কোন দিন বিয়ে করবো না। তখন রাসূলুল্লাহ সা. বললেন, وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي আমি মহিলাদেরকে বিবাহ করেছি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে অনীহা প্রকাশ করবে সে আমার দলভূক্ত নয়। সহীহ বুখারী, হাদীস নং ৫০৬৩। এখন আপনিই বলুন, বিয়ে বাদে পুরোপুরি দ্বীন মোতাবেক চলার কোন সুযোগ আছি কি না? বিবাহ করে, সংসার করেই কেবল পরিপূর্ণ দ্বীন মোতাবেক চলা সম্ভব।